পাঁচ রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে চারটিতেই জিতেছে বিজেপি। সোমবার ওই চার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের আনুষ্ঠানিকতা পূরণের জন্য পর্যবেক্ষক এবং সহ-পর্যবেক্ষকদের নাম ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সংসদীয় বোর্ড। নবনির্বাচিত বিজেপি বিধায়ক দলের বৈঠক ডেকে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া তদারক করবেন তাঁরা। তালিকায় রয়েছেন, অমিত শাহ, রাজনাথ সিংহের মতো প্রাক্তন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যেরা।
উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্বে পেয়েছেন, অমিত। তাঁর সহকারী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। রাজনাথ উত্তরাখণ্ডের দায়িত্ব পালন করবেন। ওই রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় তাঁর সহকারী বিজেপি সাংসদ মীনাক্ষী লেখী।
প্রসঙ্গত, এ বারের বিধানসভা ভোটে বিজেপি-র তিন মুখ্যমন্ত্রী— উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, গোয়ার প্রমোদ সবন্ত এবং মণিপুরের এন বীরেন সিংহ জিতলেও হেরে গিয়েছেন উত্তরাখণ্ডের পুষ্কর সিংহ ধামী। ফলে হিমালয় ঘেরা ওই রাজ্যে এ বার নতুন কোনও মুখ্যমন্ত্রীকে দেখা যেতে পারে। ধামী মন্ত্রিসভার সদস্য ধন সিংহ রাওয়তের পাশাপাশি রাজ্যসভার সদস্য অনিল বলুনী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভট্ট, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক এবং সতপাল মহারাজের নাম রয়েছে সেই তালিকায়।