Advertisement
E-Paper

শিয়রে ভোট, ৩ রাজ্যে অঙ্ক বদলের ইঙ্গিত স্পষ্ট

বর্তমানে বিরোধীহীন বিধানসভায় রাজ্যের শাসক জোটের শরিক হলেও এনপিএফ, বিজেপি নিজেদের মতো করে প্রার্থী দিতে তৈরি। প্রধান লড়াই এনপিএফ, বিজেপি, কংগ্রেস ও নবগঠিত এনডিপিপি-র মধ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোনও কারণ না জানিয়েই নাগাল্যান্ডের মন্ত্রিসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই প্যাটনকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং। নির্বাচনের দিন ঘোষণার পরেই দল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। ফলে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা তথা একমাত্র সাংসদ নেফিয়ু রিও ও প্রবীণ সদস্য ওয়াই প্যাটনকে হারাল নাগাল্যান্ডের শাসক জোট ‘ড্যান’-এর প্রধান শাসকদল এনপিএফ।

বর্তমানে বিরোধীহীন বিধানসভায় রাজ্যের শাসক জোটের শরিক হলেও এনপিএফ, বিজেপি নিজেদের মতো করে প্রার্থী দিতে তৈরি। প্রধান লড়াই এনপিএফ, বিজেপি, কংগ্রেস ও নবগঠিত এনডিপিপি-র মধ্যে। এ ছাড়া আম আদমি পার্টি, নাগাল্যান্ড রিফর্মেশন পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, এনসিপি সকলেই লড়াই করবে নাগাল্যান্ডে। এনপিএফ সূত্রে খবর, বিজেপির মদতে ক্ষমতা দখলের চেষ্টা চালিয়েও বারে বারে ব্যর্থ হয়েছেন রিও। তাই ফের স্থানীয় রাজনৈতিক দল তৈরি করে, বিজেপির পৃষ্ঠপোষকতাতেই এনপিএফকে হটিয়ে ক্ষমতা দখলের ছক কষছেন তিনি।

এ দিকে আজ গুয়াহাটি সাংবাদিক সম্মেলন করে নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা দাবি করেন, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা তিন রাজ্যেই এ বার সরকার গড়বে এনডিএ। ত্রিপুরায় উপজাতি ভোট টানতে স্বশাসিত তিপ্রাল্যান্ডের দাবিতে সরব আইপিএফটি-র সঙ্গে বিজেপির গাঁটছড়াও প্রায় চূড়ান্ত। বেশ কয়েকটি বিষয় নিয়ে বিজেপি ও আইপিএফটি-র মতান্তর চলছিল। কিন্তু হিমন্ত এ দিন ঘোষণা করেন, গত কাল গভীর রাত পর্যন্ত বৈঠকের পরে আইপিএফটি-বিজেপির নির্বাচনী জোট চূড়ান্ত হয়েছে। শুধু পরিষদীয় কমিটির অনুমোদন বাকি।

নাগাল্যান্ডেও কংগ্রেসের ক্ষমতার ফেরার সম্ভাবনা উড়িয়ে দেন হিমন্ত। মেঘালয়ে কংগ্রেসের শাসন শেষ করে বিজেপির ক্ষমতা দখল নিশ্চিত বলেও তিনি দাবি করেন।

Election BJP বিজেপি নির্বাচন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy