E-Paper

বিধুড়ীকে জবাব দিল অতিশীর চোখের জল

বিজেপি নেতা রমেশ বিধুড়ী তাঁর বাবাকে নিয়ে কুকথা বলার পরে আজ দিল্লির আম আদমি পার্টি সরকারের মুখ্যমন্ত্রী অতিশী কান্না ভেজা চোখে সাংবাদিক সম্মেলন করলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০৭:৫৫
সাংবাদিক সম্মেলনে অতিশী। সোমবার।

সাংবাদিক সম্মেলনে অতিশী। সোমবার। ছবি: পিটিআই।

কান্না চাপার চেষ্টা করছেন। গলা বুজে আসছে। কথা বলার আগে জল খেতে হচ্ছে। বিজেপি নেতা রমেশ বিধুড়ী তাঁর বাবাকে নিয়ে কুকথা বলার পরে আজ দিল্লির আম আদমি পার্টি সরকারের মুখ্যমন্ত্রী অতিশী কান্না ভেজা চোখে সাংবাদিক সম্মেলন করলেন। মহিলা ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপিকে আরও অস্বস্তিতে ফেলে দিলেন।

দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রমেশ বিধুড়ী রবিবার প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং অতিশীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন। প্রচারে বেরিয়ে তিনি প্রথমে কালকাজির রাস্তা ‘প্রিয়ঙ্কার গালের মতো মসৃণ’ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার পরে কালকাজি কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী অতিশী নিজের ‘পদবি বদল করে বাবা বদলে ফেলেছেন’ বলে মন্তব্য করেন। প্রিয়ঙ্কাকে নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও অতিশী নিয়ে বিধুড়ী এখনও চুপ।

এই আবহে আজ দিল্লির মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘‘আমার বাবা সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের হাজার হাজার ছেলেমেয়েকে পড়িয়েছেন। এখন তাঁর ৮০ বছর বয়স। এত অসুস্থ থাকেন যে সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। নির্বাচনের জন্য রমেশ বিধুড়ী তাঁর সম্পর্কে এত নোংরা কথা বলবেন? এ দেশের রাজনীতি এত তলানিতে নামবে আমি ভাবিনি।’’

অতিশীর বাবা বিজয় সিংহ দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মার্ক্স-লেনিনের ভক্ত অতিশীর বাবা-মা মেয়ের নামের সঙ্গে ‘মারলেনা’ জুড়ে দিয়েছিলেন পদবি হিসেবে। অতিশী প্রথমে বেশ কিছু দিন ‘মারলেনা’ পদবি ব্যবহার করেছিলেন। কিন্তু তাতে অনেকে তাঁকে খ্রিস্টান ভাবতেন বলে অতিশী এখন শুধু ‘সিংহ’ পদবিই ব্যবহার করেন। আজ ভেজা চোখে অতিশী বলেন, ‘‘বিধুড়ী দশ বছর দক্ষিণ দিল্লির সাংসদ ছিলেন। তিনি কাজের খতিয়ান দিয়ে কেন ভোট চাইছেন না?” আম আদমি পার্টি মনে করছে, ইতিমধ্যেই দিল্লির মহিলা সম্মান যোজনায় মাসিক অনুদানের পরিমাণ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে মহিলাদের মন জয়ের দিকে বড় পদক্ষেপ করা হয়েছে। এ বার বিজেপি নেতার কুকথার ফলে মহিলারা যে বিজেপিকে ভোট দেবেন না, তা নিশ্চিত হয়ে গেল!

কংগ্রেসও অবশ্য আম আদমি পার্টির মহিলা ভোটব্যাঙ্কে ভাগ বসাতে মাঠে নেমেছে। কংগ্রেসের ‘গ্যারান্টি’, দল দিল্লিতে ক্ষমতায় এলে ‘পেয়ারি দিদি’ যোজনা চালু করে মহিলাদের মাসে ২,৫০০ টাকা দেওয়া হবে। কর্নাটকে কংগ্রেস মহিলাদের জন্য গৃহলক্ষ্মী প্রকল্পের গ্যারান্টি দিয়ে সাফল্য পেয়েছিল। তাই কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার দিল্লিতে এসে কংগ্রেসের হয়ে ‘পেয়ারি দিদি’ যোজনার ঘোষণা করেছেন। তবে কংগ্রেস নেতারাও প্রিয়ঙ্কা ও অতিশী সম্পর্কে রমেশ বিধুড়ীর মন্তব্যের কড়া নিন্দা করেছেন। যুব কংগ্রেসের কর্মীরা বিধুড়ীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ফটকে ‘মহিলা বিরোধী’ লিখে দিয়ে এসেছেন। হাইকমান্ডের নির্দেশে দিল্লির প্রদেশ কংগ্রেস নেতারা অরবিন্দ কেজরীওয়ালকে ‘দেশদ্রোহী’ বলে প্রচার করার পরিকল্পনাও বাতিল করেছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Atishi Marlena Atishi Aam Aadmi Party BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy