সংসদে আপত্তিকর মন্তব্যের জন্য অবশেষে রমা দেবীর কাছে ক্ষমা চাইলেন আজম খান। তবে যাঁর উদ্দেশে ওই আপত্তিকর মন্তব্য সেই রমা দেবী এখনও তা মানতে নারাজ। তাঁর মতে, আজম খান ‘স্বভাবগত অপরাধী’। এবং আজম খানের এ ধরনের কথা শুনতে তিনি সংসদে আসেননি।
সোমবার সকালে লোকসভার অধিবেশন শুরুর কিছু ক্ষণের মধ্যেই আজম খানকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেন স্পিকার ওম বিড়লা। রমা দেবীর কাছে ক্ষমা চেয়ে আজম খান বলেন, ‘‘আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা চাইছি।’’ তবে সেই সঙ্গে তিনি এ-ও জানান যে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি ন’বারের বিধায়ক, মন্ত্রীও থেকেছি বহু বার। রাজ্যসভার সদস্যও হয়েছি, সংসদীয় বিষয়ক মন্ত্রীও ছিলাম। সংসদের কাজকর্ম সম্পর্কে অবগত। তা সত্ত্বেও আমার মন্তব্য কাউকে আহত করলে ক্ষমা চাইছি।’’
গত বৃহস্পতিবার তিন তালাক বিতর্ক চলাকালীন রমা দেবীর উদ্দেশে লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। সে সময় স্পিকার ওম বিড়লার অমুপস্থিতিতে সভার কাজ পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার তথা বিজেপি সাংসদ রমা দেবী। স্পিকারের আসনে বসা রমা দেবীকে আজম খান বলেছিলেন, “আপনাকে আমার এত ভাল লাগে যে মনে হয়, আপনার চোখে চোখ রেখেই বসে থাকি।”