Advertisement
০২ মে ২০২৪
Delhi

‘বাবা কা ধাবা’-কে বিখ্যাত করা গৌরবের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ কান্তা প্রসাদের

কান্তা প্রসাদ এখন অভিযোগ করছেন, তাঁর নাম করে যে টাকা ঢুকেছে গৌরবের অ্যাকাউন্টে তার পুরোটা তিনি পাননি।

কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রীর মাঝে গৌরব। ছবি: সোশ্যাল মিডিয়ায় থেকে নেওয়া।

কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রীর মাঝে গৌরব। ছবি: সোশ্যাল মিডিয়ায় থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৫:০২
Share: Save:

একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়াতেই ভাগ্য বদলাতে শুরু করে দিল্লিরবাবা কা ধাবা’-র মালিক কান্তা প্রসাদের। বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন। সেই ভিডিয়ো যিনি বানিয়েছিলেন এ বার সেই ইউটিউবার গৌরব ওয়াসনের বিরুদ্ধেই টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করলেন কান্তা প্রসাদ।

গত ৭ অক্টোবর ‘বাবা কা ধাবা’-র সেই ভিডিয়োটি শেয়ার করেন গৌরব। তার পর সেটি সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। বছর আশির কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রীর বাদামী দেবীর অভাবের কাহিনি অনেকের মন ছুঁয়ে যায়। এর পরই নেটাগরিকরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। ‘বাবা কা ধাবা’-য় যেমন ক্রেতাদের ভিড় বাড়ে তেমন অনলাইনে টাকা পাঠিয়ে সাহায্য করেন অনেকে।

সাহায্য করতে চাওয়া নেটাগরিকদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেন ইউটিউবার গৌরব। জানান, ওই বৃদ্ধ দম্পতির জন্য যে টাকা তাঁর অ্যাকাউন্টে আসবে সেটা তিনি পৌঁছে দেবেন। কিন্তু কান্তা প্রসাদ এখন অভিযোগ করছেন, তাঁর নাম করে যে টাকা ঢুকেছে গৌরবের অ্যাকাউন্টে তার পুরোটা তিনি পাননি।

দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ) অতুলকুমার ঠাকুর জানিয়েছেন, কান্তা প্রসাদের অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু হয়েছে। যদিও টাকা নয়ছয়ের অভিযোগ অস্বীকার করে গৌরব জানিয়েছেন, তিনি ২৭ অক্টোবর কান্তা প্রসাদকে দু’টি চেক দিয়েছেন একটি ১ লাখ ও অন্যটি ২ লাখ ৩৩ হাজার টাকার। সেই সঙ্গে কান্তা প্রসাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪৫ হাজার টাকা ট্রান্সফার করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই রসিদ এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টও শেয়ার করেছেন গৌরব। দাবি করেছেন, তাঁর অ্যাকাউন্টে সাহায্যের জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা ঢুকেছিল। তার গোটাটাই তিনি কান্তা প্রসাদকে দিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: অভিভাবকের মতো বাচ্চা মেয়ের হাত থেকে স্কুলব্যাগ নিয়ে নিল পোষ্যটি

আরও পড়ুন: গাড়ির হুড খুলে দেখেন ভিতরে শুয়ে রয়েছে ১০ ফুটের ‘অতিথি’​

গৌরবের বিরুদ্ধে সরব হয়েছেন আরও কয়েকজন ইউটিউবার। তাঁদের বক্তব্য, গৌরবের অ্যাকাউন্টে কান্তা প্রসাদদের সাহায্যের জন্য ২০-২৫ লাখ টাকা ঢুকেছে। যার পুরোটা কান্তা প্রসাদকে দেওয়া হয়নি। এই অভিযোগ খারিজ করে গৌরব জানিয়েছেন, এমন দাবি করা ইউটিউবারদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi YouTuber Baba Ka Dhaba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE