আদালতে অসুস্থ হওয়ায় হাসপাতালে পাঠানো হল শিক্ষা বিভাগের নথি জাল করার দায়ে ধৃত ওই দফতরের করণিক বদরুল ইসলাম বড়ভুঁইয়াকে। ৯ জন রাতে দিসপুর থেকে তাঁকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ। গত কাল তাঁর বাড়িতে অভিযান চালিয়ে অনেক বেআইনি নথি-সহ রাজ্যের এক বিধায়কের নামাঙ্কিত ‘প্যাড’ উদ্ধার করা হয়েছিল। পুলিশের দাবি, বদরুলের উস্কানিতেই ১০ জুন হাইলাকান্দির ভেঞ্চার বিদ্যালয়ের শিক্ষকরা জেলাশাসকের দফতরে ঝামেলা করেন। ধৃতের বিরুদ্ধে ভেঞ্চার বিদ্যালয়ের জমির দলিল কারচুপির অভিযোগও রয়েছে।