Advertisement
E-Paper

তাজমহলে নমাজ নিষিদ্ধ করার দাবি আরএসএসের

শুক্রবার তাজমহল চত্বরে নমাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নমাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৩:১২
তাজমহলে নমাজ।

তাজমহলে নমাজ।

বিতর্ক থামছে না তাজমহলে।

শুক্রবার তাজমহল চত্বরে নমাজ বন্ধের দাবি তুলল সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি। দাবি, তাজমহল চত্বরে হয় শিবস্তোত্র পড়তে দেওয়া হোক, না হলে বন্ধ হোক নমাজ।

ওই সংগঠনের এক কর্তা ড. বালমুকুন্দ পান্ডে এ দিন বলেন, ‘‘তাজ আমাদের জাতীয় সম্পদ। তা হলে কেন ধর্মীয় কারণে তাজ ব্যবহার হবে? এখনে নমাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।’’ তাজমহলের গা ঘেঁষেই রয়েছে মসজিদ। তাই জুম্মার নমাজ পড়তে প্রতি শুক্রবার তাজমহল চত্বরে জমা হন প্রচুর মানুষ। সে দিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয় তাজ। এই প্রসঙ্গে মসজিদের ইমাম বলেন, ‘সমাধির উপর শিবস্তোত্র পাঠ করা যায় না। বরং কথা বলে একটা সমাধানের পথ খোঁজা উচিত।’

আরও পড়ুন: দিল্লির হাসপাতালে ভর্তি অসুস্থ সনিয়া

কয়েক দিন আগে, তাজমহল চত্বরে জোর করে ঢুকে শিবস্তোত্র পাঠ করেছিল যোগী আদিত্যনাথের হাতে তৈরি, ‘হিন্দু যুবা বাহিনী’র সদস্যরা। বিজেপি নেতা বিনয় কাটিয়ার তাদের সমর্থনে বলেছিলেন, ‘‘আজ যেখানে তাজ, সেখানে আসলে শিবমন্দির ছিল। ফলে এর নাম বদলে তাজ মন্দির করে দেওয়া হোক।’

তবে সূত্রের খবর, দেশের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ তাজ নিয়ে জলঘোলা মোটেই পছন্দ করছে না মোদী সরকার। কেন্দ্রের ইঙ্গিতে পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবারই তাজ ঘুরে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। আর পরের দিনই তাজমহলে নমাজ-নিষেধাজ্ঞার দাবি বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল বলেই মনে করা হচ্ছে।

RSS Taj Mahal Namaz Ban Shiva prayers তাজমহল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy