Advertisement
E-Paper

বরাক বিচিত্রা

৩ মে-অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন, শোভাযাত্রা সকাল ৭টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টা। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী, নৃত্য প্রতিযোগিতা, গাঁধীভবন: শাস্ত্রীয় নৃত্য সকাল ১০টা, লোকনৃত্য ১২টা, রবীন্দ্রনৃত্য ১.৩০টা। ডায়াবেটিস ও হৃদরোগ নির্ণয় শিবির, লায়ন্স চক্ষু হাসপাতাল, সকাল ১০টা।

শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:২৪

কাছাড়

৩ মে-অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন, শোভাযাত্রা সকাল ৭টায়, সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল সাড়ে ৪টা। শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী, নৃত্য প্রতিযোগিতা, গাঁধীভবন: শাস্ত্রীয় নৃত্য সকাল ১০টা, লোকনৃত্য ১২টা, রবীন্দ্রনৃত্য ১.৩০টা। ডায়াবেটিস ও হৃদরোগ নির্ণয় শিবির, লায়ন্স চক্ষু হাসপাতাল, সকাল ১০টা। পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার নিঃশুল্ক কোচিংয়ের সমাপ্তি অনুষ্ঠান, পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিকেল ৫টা। অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিকস-এর বার্ষিক গণিত প্রতিযোগিতা, গুরুচরণ কলেজ। রেডক্রশ আয়োজিত চক্ষু পরীক্ষা শিবির, বড় যাত্রাপুর চুত্রাসাঙ্গন। প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা, সোনাই ধনেহরি। এনআরসি নিয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের সভা, নাগাটিলা আলিয়া মাদ্রাসা ছাত্রাবাস, বেলা ২টা। ৪ মে-লক্ষ্মণ নংতুদো স্মৃতি প্রাইজমানি মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতা, জালালপুরের ২ নং নিজ-রাতাছড়া মাঠ। ৮ মে-হেনরি ডোনাল্ডের জন্মদিন উদযাপন, রেডক্রশ হাসপাতাল।

হাইলাকান্দি

৩ মে-রক্তদান ও সচেতনতা শিবির, হার্বার্টগঞ্জ দুর্গাবাড়ি মণ্ডপ, সকাল ১০টা। ৮ মে-রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতা, রবীন্দ্রভবন: বসে আঁকো সকাল ১০টা, সঙ্গীত সকাল ১১টা, নৃত্য বিকেল ৩টা। ৯ মে-রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র ভবন: শোভাযাত্রা সকাল ৮টা, দেওয়াল পত্রিকার উন্মোচন সকাল ১০টা, আবৃত্তি প্রতিযোগিতা বিকেল সাড়ে ৩টা।

Barack Bichitra polytechnic institute Assam higher secondary school hospital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy