Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Surgical Strike

‘আমাদের সেনা অসাধারণ’, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয়ের খোঁচা খারিজ করলেন রাহুল

উরির সেনাশিবিরের জঙ্গি হামলার পরে ২০১৬-র ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় জঙ্গিদের ‘লঞ্চিং প্যাডে’ ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক করেছিল।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয়ের মন্তব্যে সায় নেই রাহুলের।

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দিগ্বিজয়ের মন্তব্যে সায় নেই রাহুলের। গ্রাফিক: সনৎ সিংহ।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৭:০৮
Share: Save:

সরাসরি যুদ্ধ নয়। সময় মেপে গোপন অভিযান। নির্দিষ্ট নিশানায় শত্রুর ঠিকানায় আচমকা হামলা। ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে ভারতীয় সেনার সেই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ যে প্রশ্ন তুলেছিলেন তা সরাসরি খারিজ করলেন রাহুল গান্ধী।

মঙ্গলবার জম্মুতে ভারত জোড়ো যাত্রার সাংবাদিক বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, ‘‘দিগ্বিজয় সিংহের মন্তব্য হাস্যকর। আমারা তাঁর মতামতের সঙ্গে একমত নই। দলের মতামত দিগ্বিজয়ের এর মতামতের ঊর্ধ্বে।’’ উরির সেনাশিবিরের জঙ্গি হামলার পরে ২০১৬-র সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকায় জঙ্গিদের ‘লঞ্চিং প্যাডে’ ভারতীয় সেনার অভিযানের সত্যতা নিয়ে কংগ্রেস নেতৃত্বের মনে কোনও সংশয় নেই জানিয়ে রাহুল বলেন, ‘‘আমাদের সেনা অসাধারণ কাজ করে। কোনও প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তাদের।’’

ভারত জোড়ো যাত্রার ফাঁকে সোমবার জম্মুর সাম্বায় দিগ্বিজয় বলেন, ‘‘নরেন্দ্র মোদী সরকার যে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করে, তার কোনও প্রমাণ নেই।’’ দ্বিগ্বিজয়ের ওই মন্তব্যকে হাতিয়ার করে সোমবার থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সূর চড়ায় বিজেপি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, ‘‘দিগ্বিজয়ের মন্তব্য তাঁর ব্যক্তিগত মতামত। দলের অবস্থান নয়।’’ সোমবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিলেন রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE