বিহারের বিধানসভা নির্বাচনের আগে এ বার বেকার ভাতার পরিধি আরও বৃদ্ধি করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ বার থেকে স্নাতক পাশ তরুণ-তরুণীরাও পাবেন বেকার ভাতার সুবিধা। এত দিন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা তরুণ-তরুণীরাই এই সুবিধা পেতেন। বৃহস্পতিবার নীতীশ সমাজমাধ্যমে জানান, এ বার থেকে ২০-২৫ বছর বয়সি স্নাতক পাশ তরুণ-তরুণীদেরও এই ভাতার সুবিধা দেওয়া হবে। দু’বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন বিহারের বেকার তরুণ-তরুণীরা। যদিও এটিকে সরাসরি বেকার ভাতা বলে উল্লেখ করছে না বিহার সরকার। এটির পোশাকি নাম ‘মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা’।
কলা, বিজ্ঞান এবং বাণিজ্য— তিন বিভাগেই স্নাতক পাশ যুবক-যুবতীদের এই সুবিধা দেওয়া হবে। নীতীশ জানিয়েছেন, স্নাতক পাশ ২০-২৫ বছর বয়সি যে যুবক-যুবতীরা এখন কোনও পড়াশোনা করছেন না, যাঁরা চাকরি পাওয়ার চেষ্টা করছেন, নিজস্ব কোনও রোজগার নেই, তাঁদের সর্বোচ্চ দু’বছরের জন্য এই সুবিধা দেওয়া হবে। তাঁর বক্তব্য, এই ভাতার মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সুবিধা হবে বেকার যুবক যুবতীদের। এই ভাতার সাহায্য নিয়ে তরুণেরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছরেই বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার আগে ভোটারদের কাছে টানতে কোনও খামতি রাখছে না নীতীশের জে়ডিইউ এবং তাদের সঙ্গী বিজেপি। সম্প্রতি ঘন ঘন বিহার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দিল্লির অন্য বিজেপি নেতারা। সভা করেছেন বিহারে। সম্প্রতি বিহারে গিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। তার কিছু দিন আগেই বিহারের রেল প্রকল্পের জন্য ৩,১৬৯ কোটি টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র।
ভোটের আগে দৃশ্যত দরাজহস্ত হয়ে উঠেছে বিহার সরকার। কয়েক মাস আগেই বিহারের সম্ভাবনাময় তরুণদের ইন্টার্নশিপ (স্বল্প মেয়াদে কোনও জায়গায় হাতে-কলমে কাজ শেখার সুযোগ) বাবদ প্রতি মাসে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত জুন মাসে বিহারের মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সে রাজ্যের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা।