Advertisement
E-Paper

দু’দিক থেকে এগিয়ে এল দুই বাঘ, তারপর...দেখুন ভিডিও

মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। চার মিনিটের ওই ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম নেট দুনিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৯:৩৮
বাইক আরোহীদের ঘিরে ধরে দু’টো পূর্ণবয়স্ক বাঘ। ছবি:ইউটিউবের সৌজন্যে।

বাইক আরোহীদের ঘিরে ধরে দু’টো পূর্ণবয়স্ক বাঘ। ছবি:ইউটিউবের সৌজন্যে।

সামনে বাঘ। পিছনেও বাঘ। মাঝখানে থরথর করে কাঁপছেন দুই যুবক। কী হল তারপর?

মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। চার মিনিটের ওই ভিডিও দেখে শিউরে উঠেছে তামাম নেট দুনিয়া।

মহারাষ্টের ঠিক কোন জায়গায় ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। ভিডিওয়ে দেখা যাচ্ছে, নির্জন পথে বাইকে চড়ে আসছেন দুই আরোহী। দু’পাশে ঘন জঙ্গল। হঠাৎই গাছপালা ফুঁড়ে বাঘের উদয়। আর একটা নয়। দু’দুটো পূর্ণবয়স্ক বাঘ ঘিরে ধরল আরোহী দুই যুবককে।

আরও পড়ুন:

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি, দেখুন ভিডিও

দিল্লিতে দিনের আলোয় স্কুল ভ্যান থেকে শিশু অপহরণ, চালককে খুন

দেখুন ভিডিও:

বাইক থেমে গিয়েছিল আগেই। এ বার যেন ছুটে পালাতে পারলেই হয়। তবে পালাবার পথ কই? বাইকের চারপাশে তখন রীতিমতো দুলকি চালে পায়চারি শুরু করেছে খোদ ডোরাকাটা দক্ষিণরায়। ঘুরে ফিরে কখনও তারা চলে আসছে যুবকদের খুব কাছে। কখনও কিছুটা দূরে সরে জুলজুল করে চেয়ে আছে যুবকদেরই দিকে। হাবেভাবে যেন মেপে নিতে চাইছে নাগালের মধ্যেই থাকা শিকারকে। আর, যুবকদের অবস্থা বলাই বাহুল্য। যেন শ্বাস নিতেও ভুলে গিয়েছেন দু’জনে।

যে কোন মুহূর্তেই ঘটতে পারে বিপদ। বাঘেদের চালচলন দেখে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে যুবকদের উপর। আক্রমণের আগে শিকারকে একটু খেলিয়ে নিচ্ছে। কিন্তু, না। কথায় বলে না, রাখে হরি মারে কে! শেষে আর আক্রমণের পথে যায়নি বাঘেরা। বেশ কিছুক্ষণ যুবকদের আশপাশে ঘোরাফেরা করে ফিরে যাওয়াই বোধহয় মনস্থ করে তারা। যুবকদের ছেড়ে দিয়ে জঙ্গলের পথেই তাই ফিরে যেতে দেখা যায় তাদের।

গোটা ঘটনাই সামনে থেকে দেখেছেন আরও কয়েকজন। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে একটি গাড়ির মধ্যে ছিলেন তাঁরা। ভিডিওটি তাঁরাই শুট করেন। তাঁদের মধ্যেই একজন জানিয়েছেন, যুবকদের পরিণতি কী হতে পারে সেই ভেবে গাড়ির মধ্যেই দমবন্ধ করে বসেছিলেন তাঁরা। হাত দেখিয়ে যুবকদের চুপ করে দাঁড়িয়ে থাকার পরামর্শও দেন তাঁরা।

Maharashtra Tiger Bikers Viral Video Video মহারাষ্ট্র বাঘ ভিডিও
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy