E-Paper

শুরুতেই দ্বন্দ্বে বিজেপি-আপ

নতুন সরকার গঠনের পর আজই ছিল দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। শাসক ও বিরোধী দলের বিধায়কেরা শপথ নেওয়ার পাশাপাশি স্পিকার হিসেবে বিজেপির বর্ষীয়ান বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বেছে নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০২
নতুন সরকার গঠনের পর মঙ্গলবার ছিল দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন।

নতুন সরকার গঠনের পর মঙ্গলবার ছিল দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। ছবি: পিটিআই।

বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সংঘাতে জড়িয়ে পড়লেন বিজেপি ও আপের বিধায়কেরা। দিল্লির সমস্ত সরকারি দফতর থেকে বিজেপি নেতৃত্ব বি আর অম্বেডকর ও ভগৎ সিংহের ছবি সরিয়ে দিয়ে দলিত ও শিখ বিরোধী মানসিকতাকে স্পষ্ট করে দিয়েছেন বলে বিধানসভায় অভিযোগ এনেছেন আপ বিধায়কেরা। বিজেপির পাল্টা দাবি, সরকার বিরোধিতায় আর কিছু না পেয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে হইচই করার কৌশল নিয়েছে আপ।

নতুন সরকার গঠনের পর আজই ছিল দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। শাসক ও বিরোধী দলের বিধায়কেরা শপথ নেওয়ার পাশাপাশি স্পিকার হিসেবে বিজেপির বর্ষীয়ান বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বেছে নেওয়া হয়। আগামিকালের অধিবেশনে আরও হট্টগোলের সম্ভাবনা রয়েছে। কারণ, আগামিকাল সিএজি-র অন্তত ডজন খানেক রিপোর্ট পেশ হতে চলেছে বিধানসভায়। যার মধ্যে রয়েছে অরবিন্দ কেজরীওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর সরকারি বাসভবন সংস্কারে যে ৩৩ কোটি টাকা খরচ হয়েছিল, সেই সংক্রান্ত সিএজি রিপোর্ট। বিজেপি মুখপাত্র আর পি সিংহ বলেন, “ওই রিপোর্টের পাশাপাশি ২০১৭-১৮ সাল থেকে জমে রয়েছে এমন একাধিক রিপোর্টও কাল পেশ হবে। অনেক অস্বস্তি জমা রয়েছে আপের জন্য।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Delhi Assembly Election 2025 BJP Aam Aadmi Party

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy