বদলাপুর যৌন হেনস্থাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন। সেই তুষার আপ্টেকে ঠাণে জেলার কুলগাঁও-বদলাপুর পুরসভার ‘সহ-নির্বাচিত’ কাউন্সিলর মনোনীত করেছে বিজেপি। পুরসভার চেয়ারপার্সন রচিতা ঘোরপড়ে তুষারের নিয়োগের খবরটি জানিয়েছেন।
কুলগাঁও-বদলাপুর পুরসভায় পাঁচ জন কাউন্সিলরের মনোনয়নের প্রক্রিয়া শেষ হয়েছে শুক্রবার। তাঁদের মধ্যে দু’জনকে মনোনীত করেছে বিজেপি, দু’জনকে শিবসেনা, এক জনকে এনসিপি। বিজেপির মনোনীত দু’জন প্রার্থীর মধ্যে এক জন হলেন তুষার।
২০২৪ সালে ঠাণে জেলার বদলাপুরের এক স্কুলের শৌচালয়ে দুই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সে সময় ওই স্কুলের সচিব ছিলেন তুষার। এই অপরাধের ঘটনা নিয়ে অভিযোগ করেননি বলে তুষারের বিরুদ্ধে মামলা হয়। ওই একই কারণে পকসো আইনে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু হয়। ঘটনার ৪৪ দিন পরে তুষারকে গ্রেফতার করা হয়। যদিও ৪৮ ঘণ্টা পরে জামিন পান তিনি। এখনও সেই মামলা আদালতে বিচারাধীন।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে তুষারের নিয়োগ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি যদিও এই নিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপি কাউন্সিলর রাজন ঘোরপড়ে জানিয়েছেন, তুষার একজন সমাজকর্মী এবং ওই স্কুলের একজন কর্মী মাত্র। তিনি আরও বলেন, ‘‘তুষারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও ওঁর দোষ প্রমাণিত হয়নি।’’
বদলাপুরের ঘটনায় ২০২৪ সালের অগস্টে গ্রেফতার হয়েছিলেন মূল অভিযুক্ত অক্ষয় শিন্দে। ২৩ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন তিনি। পুলিশ দাবি করে, নবি মুম্বইয়ের জেল থেকে তাঁকে জেরার জন্য নিয়ে যাওয়ার সময়ে ভ্যানের ভিতর তাদের বন্দুক কেড়ে গুলি চালান। তার পরেই পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়।