বাদল অধিবেশন শেষ হতেই দলের সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার প্রশ্নে তৎপরতা শুরু হল বিজেপিতে। গত রাতে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দিল্লিতে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। যার পরে নতুন করে শিবরাজের নাম বিজেপি সভাপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে।
আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। বিজেপির একটি সূত্রের দাবি, তার পরই দলের নতুন সভাপতি বেছে নেওয়ার পক্ষপাতী শীর্ষ নেতৃত্ব। সূত্রের মতে, বিষয়টি এখনও আটকে রয়েছে আরএসএসের সবুজ সঙ্কেত পাওয়ার উপরে। এই আবহে ৫-৭ সেপ্টেম্বর জোধপুরে তিন দিনের সমন্বয় বৈঠকে বসতে চলেছেন আরএসএস নেতৃত্ব। বৈঠকে সরসঙ্ঘচালক মোহন ভাগবত ছাড়াও থাকবেন আরএসএসের অন্য শীর্ষ কর্তা-সহ সঙ্ঘ ঘনিষ্ঠ ৩২টি সংগঠনের প্রতিনিধিরা। বিজেপির পক্ষে থাকবেন দলের সভাপতি জেপি নড্ডা, সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, সুনীল বনসলরা। সূত্রের মতে, ওই বৈঠকে নতুন সর্বভারতীয় সভাপতি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এই আবহে আরএসএসের সদর দফতর কেশব কুঞ্জে ভাগবতের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন শিবরাজ। গোড়া থেকেই সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরএসএস নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক থাকার পাশাপাশি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব অনেকটা কমাতে পেরেছেন শিবরাজ। দলের অনেকের মতে, দু’শিবিরেই গ্রহণযোগ্যতার প্রশ্নে এগিয়ে শিবরাজ। আগামিকাল থেকে দিল্লিতে আরএসএসের তিন দিনের সম্মেলন শুরু হতে চলেছে। ‘সঙ্ঘের একশো বছর যাত্রা’ নামক ওই সম্মেলনের উদ্বোধন করবেন ভাগবত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)