কেরলের পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছেন সনিয়া গান্ধী! বিজেপির টিকিটে। পদ্ম চিহ্নে! তাঁকে ঘিরেই এখন সমাজমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ছে দক্ষিণ ভারতের বামশাসিত রাজ্যে।
পাহাড় ঘেরা মুন্নারের নাল্লাথান্নি কাল্লারের এই বিজেপি প্রার্থীর নাম রাখা হয়েছিল প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর নামের সঙ্গে মিলিয়ে। তাঁর বাবা দুরাই রাজ ছিলেন স্থানীয় চা বাগানে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির নেতা। দলের সভানেত্রীর প্রতি আনুগত্য থেকেই এই নামকরণ।
বর্তমানে বিজেপির নেত্রী সনিয়াও অবশ্য এক সময় কংগ্রেস করতেন। পরবর্তী কালে আরএসএস তথা বিজেপির কর্মী সুভাষকে বিয়ে করেই মতাদর্শ বদলান তিনি। ৩৪ বছরের এ বার সনিয়া সরাসরি প্রার্থী হলেন নরেন্দ্র মোদীর দলের টিকিটে।