বিজেপি ক্ষমতায় আসার পরে অসমের সরকারি দফতরে বেড়েছিল পুজোপাঠ। কোনও দফতর বা ভবনের উদ্ধোধনের আগেও সরকারি কর্মসূচিতে থাকে যজ্ঞ, শুদ্ধিকরণ, মন্ত্রোচ্চারণ। আরও এক কদম এগিয়ে এ বার আন্দোলনেও শুদ্ধিকরণ শুরু করল বিজেপি!
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনকারীরা রাজ্যের একাধিক স্থানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে কালো পতাকা দেখিয়ে মুর্দাবাদ ধ্বনি দিয়েছেন। হিমন্ত অনুগামীদের মতে, এমন ‘শুদ্ধ’ ও ‘অসমপ্রেমী’ রাজনীতিককে কালো পতাকা দেখানো খুবই অন্যায় ও অশুদ্ধ কাজ হয়েছে। তাই যেখানে যেখানে হিমন্তকে কালো পতাকা দেখান হচ্ছে, পরের দিন বিজেপি কর্মীরা গিয়ে সেই সব স্থান ধুয়ে শুদ্ধ করছেন ও সেখানে সাদা পতাকা উড়িয়ে শুদ্ধিকরণ সম্পূর্ণ করছেন।
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন রাজ্যের ক্ষতি করছে বলে মনে করেন হিমন্ত। তিনি বলেন, অসমকে দ্বিতীয় কাশ্মীর হওয়া থেকে বাঁচাতে নাগরিকত্ব সংশোধনী বিল ছাড়া উপায় নেই। স্বার্থান্বেষী মহল কালো পতাকার রাজনীতি করে তা রুখতে চাইছে। তাঁর অভিযোগ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ভাড়া করা প্রতিবাদকারী এনে কালো পতাকা ওড়াচ্ছে। হিমন্ত ঘোষণা করেন, এ বার থেকে যেখানেই তাঁকে বা অন্য বিজেপি নেতাদের কালো পতাকা দেখানো হবে, সেখানেই পরের দিন দলীয় কর্মীরা সাদা পতাকা তুলবেন। কালো পতাকা সংস্কৃতিকে পরাজিত করতে শতগুণে বেশি সাদা পতাকা ওড়ানোর জন্য দলীয় কর্মীদের আবেদন জানান হিমন্ত। বিজেপি রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস বলেন, ‘‘অনর্থক প্রতিবাদে ধাক্কা খাচ্ছে পর্যটন। অনেক পর্যটক আন্দোলনের খবর পেয়ে সফর বাতিল করছেন।’’
আরও পড়ুন: ‘রাম জন্মভূমি মামলা ২৪ ঘণ্টায় মিটিয়ে দেব’, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যোগী