ট্রেনে মহিলার সঙ্গে অভব্য আচরণের জন্য গ্রেফতার করা হল বিহারের বিজেপি নেতা তুন্নাজি পান্ডেকে। তিনি বিহার বিধান পরিষদের সদস্য। শনিবার রাতে ওই নেতা দুর্গাপুর থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠেন। তিনি যাচ্ছিলেন হাজিপুর। তাঁর সহযাত্রী ছিলেন অভিযেোগকারী মহিলা। ওই মহিলার অভিযোগ, সরাই রেলস্টশনে ঢোকার আগে তুন্নাজি তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। এমনকী অশ্রাব্য ভাষায় কথা বলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই রবিবার সকালে বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে এ দিন আদালতে তোলা হবে।
যদিও তুন্নাজি মহিলার অভিযোগকে নস্যাত্ করে দেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দল থেকে সাসপেন্ড করা হয় তুন্নাজিকে। তাঁর সাসপেন্ডের কথা এ দিন সকালে টুইট করে জানান রাজ্যের বিজেপি নেতা সুশীল কুমার মোদী।
আরও খবর...