Advertisement
E-Paper

রক্ষা হয়েছে পণ, মধ্যপ্রদেশে ক্ষমতায় বিজেপি, ছ’বছর পর পায়ে জুতো পরলেন ‘অনুগত’ কর্মী

২০২০ সালে কমল নাথের সরকার ভেঙে পড়ার পর ফের মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ। তবুও পায়ে জুতো পরেননি রামদাস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ২২:০৬
image of shivraj singh

বিজেপি কর্মী ছ’বছর পর পরছেন জুতো। ছবি: এক্স।

২০১৭ সালে জুতো পরা ছেড়েছিলেন। পণ করেছিলেন, মধ্যপ্রদেশে যত দিন না বিজেপি ক্ষমতায় আসে, তত দিন পায়ে জুতো পরবেন না। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পরেই ফের পায়ে জুতো গলালেন বিজেপির অনুপ্পুর জেলার প্রধান রামদাস পুরী। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের উপস্থিতিতে ছ’বছর পর পায়ে জুতো পরলেন তিনি।

শিবরাজ জানান, ২০১৭ সালে রামদাস পণ করেন বিজেপি মধ্যপ্রদেশে ক্ষমতায় না এলে জুতো পরবেন না। অবশেষে পণরক্ষা হওয়ার পর সেই কাজ করলেন। সেই ভিডিয়ো এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করেন তিনি। ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেসের কাছে বিজেপি হেরে যায়। ২০২০ সালে কমল নাথের সরকার ভেঙে পড়ার পর ফের মধ্যপ্রদেশে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ। তবুও পায়ে জুতো পরেননি রামদাস। এ বার তা-ই করলেন।

শিবরাজ এক্সে লিখেছেন, ‘‘রামদাসজি এখন কঠোর পরিশ্রমী এবং অনুগত বিজেপি কর্মী। ২০১৭ সালে জুতো পরা ছেড়েছিলেন। তার পর থেকে গ্রীষ্ম, শীত বা বর্ষা হোক— সব ঋতুতেই জুতো ছাড়া চলতেন তিনি। এখন আমরা তাঁকে অনুরোধ করেছি যে, আপনার তো পণরক্ষা হয়েছে। এ বার জুতো পরুন।’’

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৩টিতে জয়ী বিজেপি। কংগ্রেস পেয়েছে ৬৬টি আসন।

Shivraj Singh Chouhan Madhya Pradesh BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy