Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
Azaan

Maharashtra: মন্দিরে বিনামূল্যে দেব লাউডস্পিকার, আজান বিতর্কে বললেন মহারাষ্ট্রের বিজেপি নেতা

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শিবসেনার উদ্ধব ঠাকরে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট বাঁধায় মহারাষ্ট্রে সহযোগীর সন্ধান করছে বিজেপি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৯:০৬
Share: Save:

মহারাষ্ট্রের মসজিদে আজানের সময় লাউডস্পিকারের ব্যবহার নিয়ে ফের প্রশ্ন তুলল সে রাজ্যের বিরোধী শিবির। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরের পরে এ বার লাউডস্পিকার ব্যবহার করে আজানের বিষয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র ধনকুবের নেতা মোহিত কম্বোজ।

আজানে লাউডস্পিকার ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত মন্দিরগুলিতেও তা ব্যবহার করার নিদান দিয়েছেন মোহিত। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, ‘মন্দিরে বসানোর জন্য যাঁদের লাউডস্পিকার প্রয়োজন, তাঁরা আমাদের কাছে বিনামূল্যে চাইতে পারেন! সমস্ত হিন্দুর এক আওয়াজ হওয়া উচিত! জয় শ্রী রাম! হর হর মহাদেব!’

গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে আয়োজিত সভায় এমএনএস সভাপতি রাজ মহারাষ্ট্র সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দেন, মসজিদের সামনে থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার নির্দেশ না দেওয়া হলে তাঁর দলের কর্মীরা সেখানে হনুমান চালিসা শোনাবেন। তিনি বলেন, ‘‘মসজিদের সামনে লাউডস্পিকার লাগানোর কী প্রয়োজন? ওই ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল?’’

ওই সভায় মুম্বইয়ের মাদ্রাসাগুলিতে অভিযান চালানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে রাজ বলেন, ‘‘ওখানে পাকিস্তানের সমর্থকেরা থাকেন। মুম্বই পুলিশ বেশ ভাল করেই জানে, ওখানে কী কী হয়। তাদের কী ভাবে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়।’’

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট বাঁধার পরে মহারাষ্ট্রে নতুন সহযোগীর সন্ধান করছে বিজেপি। এই পরিস্থিতিতে আগামী দিনে হিন্দুত্ববাদী রাজ ঠাকরের সঙ্গে পদ্ম-শিবিরের সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই তাঁরা মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE