Advertisement
E-Paper

মালেগাঁও ভোটে ৭৭ বিজেপি প্রার্থীর মধ্যে ৪৫ জনই মুসলিম

মহারাষ্ট্রের মালেগাঁও পুরসভার ভোটে ৮৪টি আসনের মধ্যে ৭৭টিতে বিজেপি প্রার্থী দিয়েছে। আর ওই ৭৭ জনের মধ্যে ৪৫ জন প্রার্থীই মুসলিম সম্প্রদায়ভুক্ত। বিজেপি-র ইতিহাসে এটা নজিবিহীন ঘটনা। অতীতে কোথাও, কোনও ভোটে, এত বেশি অনুপাতে মুসলিম প্রার্থী দাঁড় করায়নি বিজেপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৭:২৬

মহারাষ্ট্রের মালেগাঁও পুরসভার ভোটে ৮৪টি আসনের মধ্যে ৭৭টিতে বিজেপি প্রার্থী দিয়েছে। আর ওই ৭৭ জনের মধ্যে ৪৫ জন প্রার্থীই মুসলিম সম্প্রদায়ভুক্ত। বিজেপি-র ইতিহাসে এটা নজিবিহীন ঘটনা। অতীতে কোথাও, কোনও ভোটে, এত বেশি অনুপাতে মুসলিম প্রার্থী দাঁড় করায়নি বিজেপি। এমনকী, উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় তুললেও সেখানে কোনও মুসলিম প্রার্থী দেয়নি বিজেপি।

সম্প্রতি একের পর এক বিধানসভা নির্বাচনে মোদী-ঝড় উঠেছে। চলতি বছরেই একে একে বিজেপি-র দখলে এসেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ার শাসন ক্ষমতা। তার আগে বৃহন্মুম্বই পুরভোটেও একা লড়ে শিবসেনার কাছাকাছি আসন পায় তারা। দারুণ ফল করে দ্বিতীয় স্থানে ছিল ওড়িশার পঞ্চায়েত ভোটেও। সেই উদ্যমেই এ বার মালেগাঁওতে জোর কদমে মাঠে নেমেছে বিজেপি। এবং মুসলিম প্রধান মালেগাঁওতে নিজেদের ক্ষমতার দৌড়ে রাখতে, হিন্দুত্ববাদী তকমা ঝেড়ে ফেলতে, নিজেদের প্রার্থী বাছাই-এর ঐতিহ্য থেকেও সরে এল তারা।

আরও পড়ুন

হ্যাকড হল জোম্যাটো, চুরি গেল প্রায় ১.৭ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

আগামী ২৪ মে মালেগাঁও পুরসভার ভোট। এতে বিজেপি-র প্রার্থীসংখ্যাই সর্বোচ্চ। পিছিয়ে নেই কংগ্রেসও। পুরসভা দখলে ৭৩টি ওয়ার্ডে লড়ছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বাধীন জোটই এখন মালেগাঁও পুরসভার ক্ষমতায়। এনসিপি-জেডিএস প্রার্থী ৬৬ জন। মালেগাঁও পুরভোটে এ বারই প্রথম লড়াই করবে হায়দরাবাদের নেতা আসাদউদ্দিন ওয়াইসি-র দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-মুসলিমিন (এআইএমআইএম)। মোট ৩৭ জন ওয়ার্ডে লড়াই করবে তারা। অন্য দিকে শিবসেনার প্রার্থীর সংখ্যা ২৫।

তবে এই পুরভোটে প্রার্থী সংখ্যার বিচারে সবচেয়ে বড় চমক বোধহয় বিজেপি-ই দিল। ২০১২-তে মাত্র ২৪টি আসনে লড়াই করেছিল তারা। একেবারেই ভাল ফল করতে পারেনি। ২৪ জন প্রার্থীই হেরে গিয়েছিলেন। এমনকী, ১২ জনের জামানত বাজেয়াপ্ত হয়।

Election BJP Muslim Candidates Malegaon Malegaon Municipal Corporation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy