Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Rajya Sabha

রাজ্যসভায় ৩৮-এ নেমে গেল কংগ্রেসের আসন, সংসদের ইতিহাসে প্রথম বার

বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর।

রাজ্যসভা— ফাইল চিত্র।

রাজ্যসভা— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৩:১৭
Share: Save:

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সোমবারের নির্বাচনে ১০টি আসন জিতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সংসদের উচ্চকক্ষে প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন নেমে এল ৩৮-এ।

ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম বার কংগ্রেসের আসন ৪০-এর নীচে নেমে এল। অন্য দিকে, বিজেপির রাজ্যসভা সাংসদের সংখ্যা দাঁড়াল ৯৪। ২৪৫ আসনের রাজ্যসভায় জেডি(ইউ), এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), অসম গণ পরিষদের মতো সহযোগী দলগুলিকে নিয়ে শাসকজোটের আসনসংখ্যা ১১৮-য় পৌঁছল।

উত্তরপ্রদেশে ভোট হওয়া ১০টি রাজ্যসভা আসনের মধ্যে এ বার ৮টি দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর। অন্য ২টি আসনে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র রামজি গৌতম।

উত্তরাখণ্ডের একমাত্র আসনটিতে জিতেছে বিজেপি। কংগ্রেসের সাংসদ রাজ বব্বরের মেয়াদ শেষ হওয়ায় আসনটি খালি হয়েছিল।

আরও পড়ুন: শুভেন্দু কী করবেন, ‘অধিকার’ দেখাবেন মেজ অধিকারী?

উত্তরপ্রদেশে গত বার ১টি আসনে জিতলেও এ বার কংগ্রেসের ঝুলি শূন্য। সে বার এই ১০টি আসনের মধ্যে ৬টিতে জিতেছিল বিজেপি। এ বার তারা ৩টি আসন বাড়িয়ে নিতে পেরেছে। আগামী ১ ডিসেম্বর কর্নাটকে রাজ্যসভার একটি আসনে ভোট। বিধায়ক সংখ্যার হিসেবে সেখানেও বিজেপির জয় নিশ্চিত।

আরও পড়ুন: ভিয়েনায় ধারাবাহিক জঙ্গি হানা, গুলিতে নিহত ২, খতম ১ হামলাকারীও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE