বিজেপি-শিবসেনাই সরকার গঠন করুক। এনসিপি-কংগ্রেস বিরোধী আসনেই বসতে চায়। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ‘মরাঠা স্ট্রংম্যান’ শরদ পওয়ার। শিবসেনার সঙ্গে এনসিপি যে যাচ্ছে না একই সঙ্গে সেটাও স্পষ্ট করে দিলেন তিনি। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য হাতে রয়েছে আর মাত্র দু’দিন। অন্য দিকে, শিবসেনা-বিজেপি নিজ নিজ অবস্থানে অনড়। ফলে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই দু’দল সমঝোতার রাস্তায় না এলে বিষয়টা যে রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোবে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের অনেকেই।
মঙ্গলবারই এনসিপি জানিয়ে দিয়েছিল, এনডিএ থেকে বেরিয়ে এলে শিবসেনাকে সরকার গঠনে সমর্থন জানাবে। সেই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন পওয়ারের বাড়িতে হাজির হন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। ফলে নতুন করে জল্পনা শুরু হয়, তা হলে কি সরকার গড়তে এনসিপির হাত ধরতে চলেছে শিবসেনা। যদিও পরে সাংবাদিক বৈঠকে সেই সম্ভাবনার কথা উড়িয়ে পওয়ার বলেছেন, “শক্তিশালী বিরোধী দলের ভূমিকাই নিতে চাই।”
সঞ্জয় রাউতের সঙ্গে কী কথা হল? সাংবাদিকরা পওয়ারকে এ প্রশ্ন করলে তিনি জানান, রাউত তাঁকে বলেছেন, বিধানসভায় এনসিপিকে সমর্থন জানাবে শিবসেনা। কারণ এমন অনেক বিষয় আছে যা দু’দলেরই কমন ইস্যু। তবে শিবসেনার সঙ্গে ১৭৫ জন বিধায়ক থাকার তত্ত্বটি নিয়ে তাঁর কোনও ধারণা নেই বলেই জানিয়েছেন পওয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, “ সঞ্জয় রাউতের কাছে জানতে চাইব কী ভাবে এই সংখ্যাতত্ত্বটি দিলেন তিনি!” পাশাপাশি পওয়ার বলেন, “আমরা চাই বিজেপি-শিবসেনা সরকার গঠন করুক। গণতান্ত্রিক অচলাবস্থা তৈরি হওয়া উচিত নয়।”