Advertisement
E-Paper

মণিপুর: সরকার গড়তে চেয়ে আবার চাপ বিজেপি বিধায়কদের! কিন্তু মোদী-শাহ কি রাজি হবেন? প্রশ্ন দলের অন্দরেই

দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনই মণিপুরে সরকার গঠনে রাজি হবেন কি না, তা নিয়ে দলের অন্দরেই মতভেদ রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২১:১৫
BJP wants to form popular govt in Manipur: party\\\\\\\\\\\\\\\'s state president Sharda Devi

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: সংগৃহীত।

মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল বিজেপি। রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হোক, এই দাবি তুলে এর আগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়কেরা। এ বার বিষয়টি নিয়ে শনিবার রাজধানী ইম্ফলের দলীয় কার্যালয়ে বৈঠকও করলেন তাঁরা। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সভাপতি সারদা দেবী।

সারদা বলেন, ‘‘আমাদের বিধায়কেরা একজোট। সরকার গঠন এখন সমস্ত বিধায়কেরই দায়িত্ব। আমাদের দল এখানে গণতান্ত্রিক সরকার গড়তে চায়। তারই প্রক্রিয়া চলছে।’’ কিন্তু দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনই মণিপুরে সরকার গঠনে রাজি হবেন কি না, তা নিয়ে দলের অন্দরেই মতভেদ রয়েছে। বিষয়টি যে সম্পূর্ণ ভাবে কেন্দ্রের হাতে, সে কথা মেনেও নিয়েছেন আর এক বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘‘কিন্তু কখন হবে, তা এখনই বলা সম্ভব নয়। আমরা দল এবং দেশের সংবিধান মেনেই কাজ করব।’’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন মণিপুরের ২১ জন বিধায়ক। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আর্জি ছিল, মণিপুরে আবার সরকার গঠন করা হোক। বুধবার যাঁরা রাজ্যপালের দ্বারস্থ হন, তাঁদের মধ্যে বিজেপির আট বিধায়ক ছাড়াও এক জন এনপিপি বিধায়ক এবং এক জন নির্দল বিধায়ক ছিলেন।

নিশিকান্ত সিংহ নামে ওই নির্দল বিধায়ক বলেছিলেন, ‘‘আমরা আশা করছি, শীঘ্রই মণিপুরে সরকার গঠন হবে। আমরা রাজ্যপালকে একটি চিঠি দিয়েছি। যে সব বিধায়ক আমাদের সমর্থন করছেন, তাঁদের সইও রয়েছে। ওই চিঠিতে ২২ জন সই করেছেন।’’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় দু’বছর ধরে অশান্ত মণিপুর। সেই আবহে বীরেন সিংহ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অচলাবস্থা তৈরি হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। বিজেপি সূত্রে খবর, দলীয় বিধায়কদের একাংশ মনে করছেন, রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরের অশান্ত পরিস্থিতি আপাতত মোকাবিলা করা গিয়েছে। এই পরিস্থিতিতে এখন আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। আবার সেখানে গণতান্ত্রিক সরকার গঠন হোক।

Manipur Government BJP Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy