Advertisement
১৮ মে ২০২৪

ক্রেতা হিসেবে এগিয়ে বিজেপি

রাহুল গাঁধী অথবা কেসিআর বা চন্দ্রবাবু নায়ডুর ছবির প্যাকেটের ভিতরে টিপও রেখেছে একটি সংস্থা।

সম্ভার: দিল্লিতে রাজনৈতিক প্রচার-বস্তুর প্রদর্শনী। নিজস্ব চিত্র

সম্ভার: দিল্লিতে রাজনৈতিক প্রচার-বস্তুর প্রদর্শনী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৪:৫০
Share: Save:

কুর্তা, টি শার্ট, টুপি, পেন, পতাকা, পোস্টার তো রয়েছেই। পাশাপাশি রয়েছে কপালে পরার টিপের প্যাকেটও। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সামগ্রী ও তার ম্যানেজমেন্ট নিয়ে দু’দিন ধরে রাজধানীতে চলল ঢালাও মেলা। যাঁরা স্টল দিয়েছেন, তাঁরা বিভিন্ন দল এবং নেতাদের নামাঙ্কিত পোস্টার, টি শার্ট বানিয়ে থাকেন অর্ডার অনুযায়ী। পাশাপাশি রাজনৈতিক দলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার-উপাদানও তৈরি করেন। এমনই এক সংস্থার তরফে যোগেশ টন্ডন যেমন বললেন, ‘‘আগে যুগ ছিল শুধু ফেস্টুন আর প্ল্যাকার্ডের। এখন তো আর তা নয়। আমরা দলগুলিকে গান, হ্যোয়াটসঅ্যাপ-এর প্রচারবস্তু, পথনাটক— সবই তৈরি করে দিই।’’ রাহুল গাঁধী অথবা কেসিআর বা চন্দ্রবাবু নায়ডুর ছবির প্যাকেটের ভিতরে টিপও রেখেছে একটি সংস্থা। নেতারা ভোটের আগে ঘরে ঘরে গিয়ে মেয়েদের এই টিপ উপহার দেন তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশে। জানা গেল, এই সব সামগ্রীর ক্রেতা হিসেবে বাকিদের থেকে এখনও অনেকটাই এগিয়ে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Political Fair BJP Buyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE