সরকারি সংস্থা কানাড়া ব্যাঙ্ক অধীনস্থ কানাড়া ফিন্যান্সিয়াল অ্যাডভাইসরি ট্রাস্ট-এ কর্মখালি। সংস্থার ওয়েবসাইটে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
ট্রাস্টে ডেপুটি ম্যানেজিং ট্রাস্টি নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছরে। যা বাড়িয়ে সর্বাধিক দু’বছর করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ৬৬,০৫০ টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। যোগ্যতার অন্য মাপকাঠি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। ১৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
আরও পড়ুন:
-
কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, ক্লাস করা যাবে অনলাইনে
-
ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড-এ ইঞ্জিনিয়ার প্রয়োজন, কোথায় কোথায় পোস্টিং হতে পারে?
-
আইআইটি খড়্গপুরে শিক্ষানবিশ প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?
-
গবেষক খুঁজছে আইএসআই কলকাতা, কোন বিভাগে গবেষণার জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক?