Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

কর্নাটকে ১৩০ আসন পাবে বিজেপি: অমিত

কর্নাটক ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত অমিত শাহ। প্রচারের শেষ দিনে বিজেপি সভাপতির দাবি, প্রায় ১৩০টি আসন জিতে কর্নাটকে একক শক্তিতে সরকার গড়বে বিজেপি। কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৫। একটি আসন মনোনীত।

অমিত শাহ

অমিত শাহ

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৪:০১
Share: Save:

কর্নাটক ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত অমিত শাহ। প্রচারের শেষ দিনে বিজেপি সভাপতির দাবি, প্রায় ১৩০টি আসন জিতে কর্নাটকে একক শক্তিতে সরকার গড়বে বিজেপি। কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৫। একটি আসন মনোনীত।

অমিতের দাবিকে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার কর্নাটকে প্রচারের ঝড় তুলল বিজেপি। নির্মলা সীতারামন, প্রকাশ জাভড়েকর, অনন্ত কুমার-সহ প্রায় ৫০ জন নেতা এ দিন মিছিল এবং পথসভা করেন। নমো অ্যাপের মাধ্যমে বিজেপির তফসিলি জাতি, জনজাতি, ওবিসি এবং বস্তি মোর্চা কর্মীদের উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলিত ইস্যুতে তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে। সব মিলিয়ে দক্ষিণের এই রাজ্য জয়ে প্রচারের শেষ দিন সর্বশক্তি দিয়ে ঝাঁপাল গেরুয়া শিবির। যা দেখে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর কটাক্ষ, ‘‘এ সব থেকেই স্পষ্ট বিজেপি কতটা আতঙ্কে রয়েছে।’’

এর আগে প্রধানমন্ত্রিত্ব নিয়ে রাহুলের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করেছেন মোদী। সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকারের টিপুর জন্মজয়ন্তী পালনকে ‘মুসলিম তোষণ’ আখ্যা দিয়েছেন অমিত। ফলে চরমে উঠেছে মেরুকরণ। আর এ দিন প্রধানমন্ত্রী দলিত কাঁটায় বিঁধতে চাইলেন কংগ্রেসকে। তাঁর অভিযোগ, দলিতদের জন্য কংগ্রেস কিছু করেনি। অম্বেডকরকেও সম্মান করেনি। মোদীর কথায়, ‘‘কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন অম্বেডকরকে ভারতরত্ন দেওয়া হয়নি।’’

আজ বাদামি বিধানসভা কেন্দ্রে রোড শো করেন অমিত। চামুণ্ডেশ্বরীর পাশাপাশি এই বাদামি কেন্দ্র থেকেও লড়ছেন সিদ্দারামাইয়া। অমিতের দাবি, কর্নাটকে বিজেপি সরকার গড়বে এবং বি এস ইয়েদুরাপ্পাই আগামী পাঁচ বছরের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। সিদ্দারামাইয়া সরকারকে ব্যর্থ সরকারের তকমা দিয়ে তিনি বলেন কর্নাটকে অগণতান্ত্রিক পদ্ধতিতে জিততে চাইছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE