আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা, অমিত শাহ-ও। সূত্রের মতে, নতুন বিজেপি সভাপতি বেছে নেওয়ার লক্ষ্যেই কথা হয়। উত্তরপ্রদেশে বিজেপি সভাপতি কে হবেন, তা নিয়েও আলোচনা হয়েছে।
সামনেই পাঁচ রাজ্যে নির্বাচন। সূত্রের মতে, আগামী ফেব্রুয়ারি মাসেই বিধানসভা নির্বাচনের ঘোষণা করতে চলেছে কমিশন। এই আবহে চলতি মাসের গোড়াতেই সভাপতি নির্বাচন সেরে ফেলতে চাইছেন বিজেপি নেতৃত্ব। কারণ, দু’সপ্তাহ পরেই শুরু হচ্ছে পৌষ মাস। হিন্দু শাস্ত্র মতে যা খর বা মল মাস, শুভ কাজ হয় না। তার আগেই সভাপতি নির্বাচন সেরে ফেলতে চাইছে দল। দলীয় সূত্রের বক্তব্য, আগামী দু’সপ্তাহের মধ্যে না হলে ফের এক মাস পিছিয়ে যাবে সভাপতি নির্বাচনের কাজ। সে ক্ষেত্রে সংক্রান্তির পরে নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে সমস্যা হল, নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। ফলে সংগঠন পর্যায়ে নিজস্ব কমিটি তো দূর, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না নতুন সভাপতি।
জল্পনা, চলতি সপ্তাহান্তে নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। যদিও আজ বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘‘আগামী সপ্তাহে বন্দেমাতরম্ ও নির্বাচনী সংস্কার নিয়ে যে আলোচনা হবে, দল তার প্রস্তুতিতে ব্যস্ত।
২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। লোকসভায় ওই রাজ্যে খারাপ ফল করেছিল বিজেপি। তাই উত্তরপ্রদেশ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বিজেপি, আরএসএস। লখনউয়ে গত দু’দিন ধরে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আরএসএস নেতারা। সূত্রের মতে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠাকুর সম্প্রদায়ের হওয়ায় পিছিয়ে থাকা কোনও সম্প্রদায়ের নেতাকে সভাপতি করার কথা ভাবছে দল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)