হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি ওয়াই পূরণ কুমারের মৃত্যু নিয়ে যখন দেশ জুড়ে শোরগোল চলছে, তেলঙ্গানায় আরও এক পুলিশকর্মীর দেহ উদ্ধার হল। শনিবার বিকেলে বাড়ি থেকে ওই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সত্যনারায়ণ। শনিবার বিকেলে তাঁর পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তেলঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ছিলেন সত্যনারায়ণ। তিনি পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই আত্মঘাতী বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও মৃত্যুর সঠিক কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।
গত মঙ্গলবার হরিয়ানার চণ্ডীগড়ে নিজের বাড়ি থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় এডিজি ওয়াই পূরণ কুমারের। মৃত্যুর আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন তিনি। সেখানে রাজ্যে ডিজি শত্রুজিৎ কপূর এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়া-সহ ১৬ জন আমলা এবং আইপিএসের বিরুদ্ধে লাগাতার হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন। সেই ঘটনা নিয়ে তোলপাড় চলছে। এই পরিস্থিতিতে তেলঙ্গানায় এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে স্বাভাবিক ভাবেই সে রাজ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।