বাড়ি থেকে উদ্ধার হল হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিজি (এডিজিপি) ওয়াই পূরণ কুমারের দেহ। চণ্ডীগড়ের সেক্টর ১১-এ সরকারি বাসভবন থেকে এই আইপিএস আধিকারিকের দেহ উদ্ধারে পুলিশমহলে হুলস্থুল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গুলি করে আত্মঘাতী হয়েছেন এডিজিপি। তাঁর দেহের পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, আত্মহত্যার জন্য এই অস্ত্রই ব্যবহার করেছেন কুমার। সেটি ফরেন্সিক পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে এডিজিপি-র আত্মঘাতী হওয়ার খবর শুনেই চণ্ডীগড় পুলিশের শীর্ষ কর্তারা তাঁর বাসভবনে যান। এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা প্রমাণ সংগ্রহ করছি। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।’’
কুমারের স্ত্রী অমনীত পি কুমার এক জন আমলা। বর্তমানে তিনি জাপানে রয়েছেন। মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনির জাপান সফরের প্রতিনিধি দলে রয়েছেন তিনি। কুমারের স্ত্রীকেও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আত্মঘাতী না খুন, সব দিকটিই খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না সে সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি চণ্ডীগড়ের পুলিশ সুপার কাঁওয়ারদীপ কৌর।
২০০১ সালের আইপিএস ব্যাচের আধিকারিক কুমার। গত ২৯ সেপ্টেম্বর রোহতকের সুনারিয়া জেলে বদলি হয়ে এসেছিলেন।