জনসন অ্যান্ড জনসনের উপর আরোপিত মহারাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞা বাতিল করে দিল বম্বে হাই কোর্ট। সরকারি সিদ্ধান্তকে ‘কঠোর, অযৌক্তিক এবং অন্যায্য’ বলেও উল্লেখ করেছে উচ্চ আদালত।
গত সেপ্টেম্বর মাসে আমেরিকান সংস্থার তৈরি শিশুদের ট্যালকম পাউডারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর তরফে বাতিল করা হয়েছিল তাদের লাইসেন্স। এমনকি ওই সংস্থার তৈরি পাউডারের উৎপাদন, বিক্রিতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। বুধবার সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিল হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশে মহারাষ্ট্রে জনসনের তৈরি শিশুদের পাউডার আবার উৎপাদন ও বিক্রি করা যাবে।
আরও পড়ুন:
মহারাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল আমেরিকান সংস্থা। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি গৌতম পটেল এবং এসজি ডিগে রাজ্যের এফডিএ-কে তীব্র ভর্ৎসনা করেন। বস্তুত, এফডিএ ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাজেয়াপ্ত করা একটি পাউডারের নমুনা পরীক্ষা করে ২০১৯ সালের ডিসেম্বরে। এর পর ২০২২ সালে সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নমুনা পরীক্ষায় কেন এত সময় লাগল, সেই প্রশ্ন তুলেছে আদালত।
ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এফডিএ-র সিদ্ধান্ত বিপুল পরিমাণ বাণিজ্যিক অপচয় এবং বিশৃঙ্খলার কারণ হয়ে উঠবে। জনসন অ্যান্ড জনসনের তরফে দাবি করা হয়েছে, মহারাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার কারণে তারা দৈনিক প্রায় আড়াই কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে।
জনসনের তৈরি পাউডারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, এই পাউডার সদ্যোজাত শিশুদের ত্বকের ক্ষতি করতে পারে। ল্যাবরেটরি পরীক্ষায় এই সংস্থার তৈরি শিশুদের পাউডারের নমুনাগুলিতে যে মাত্রায় ‘পিএইচ’ পাওয়া গিয়েছে তা নাকি সদ্যোজাত শিশুদের ত্বকে ব্যবহারের উপযুক্ত নয়। কিন্তু সে দাবি উড়িয়ে বিদেশি উৎপাদক সংস্থাটিকে আবার বাণিজ্যের অনুমতি দিল আদালত।