মহারাষ্ট্রের বদলাপুর কাণ্ডের অভিযুক্ত অক্ষয় শিন্দের পুলিশ হেফাজতে মৃত্যু নিয়ে পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল বম্বে হাই কোর্ট। হেফাজতে থাকার সময়ে পুলিশ ভ্যানের মধ্যেই গুলিতে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছিল। হাই কোর্ট এই বিষয় নিয়ে তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনেরও নির্দেশ দিয়েছে।
আদালতের মতে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এই ক্ষেত্রে অপরাধ সংগঠিত হয়েছে। এই বিষয় নিয়ে কী কারণে এফআইআর দায়ের করা হয়নি, সেই গাফিলতির জন্যও আজ মহারাষ্ট্র সরকারকে ভর্ৎসনা করেছে হাই কোর্ট। আদালতের বক্তব্য, এমন ঘটনা অপরাধের বিচার নিয়ে সাধারণ মানুষের আস্থায় আঘাত করে।
ঠাণে জেলার বদলাপুরের একটি স্কুলে দুই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শিন্দেকে। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কল্যাণ থেকে তালোজা জেলে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, অভিযুক্ত এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের উপর হামলা করতে চেয়েছিল এবং আত্মরক্ষার জন্যই শিন্দের উপর গুলি চালানো হয়েছে। তবে ম্যাজিস্ট্রের তদন্ত রিপোর্ট পুলিশের সেই দাবিকে খারিজ করে দিয়ে পাঁচ পুলিশকে অভিযুক্ত করেছিল। বিচারপতিরা আজ জানান, প্রশাসন তাদের কর্তব্যে গাফিলতি করলে আদালত চুপ করে বসে থাকতে পারে না। সংবাদ সংস্থা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)