‘মোটা’ বলে কটূক্তি করায় প্রতিবাদ করেছিল কিশোর। সেই ‘অপরাধে’ উল্টে তারই উপর চড়াও হল বন্ধু! গুজরাতের মেহসানায় ঘটনাটি ঘটেছে। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে ওই কিশোর। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত নেমেছে পুলিশ।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টু়ডের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মেহসানায় একই আবাসনে থাকত আক্রান্ত ও অভিযুক্ত কিশোর। ওই কিশোরকে মাঝেমধ্যেই ‘মোটা’ বলে কটূক্তি করা হত। অনেক দিন ধরে চুপচাপ সহ্য করলেও রবিবার প্রতিবাদ করে কিশোরটি। কিন্তু তাতে হিতে বিপরীত হয়! অভিযোগ, উল্টে তার উপরেই ধারাল ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই নাবালক।
আরও পড়ুন:
ঘটনায় গুরুতর আহত হয় কিশোর। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্রটির অবস্থা এখন স্থিতিশীল। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।