বকাঝকার পর ১২ বছরের ছেলেকে ঘরে তালাবন্ধ করে কাজে গিয়েছিলেন মা। অভিমানে মা ফেরার আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল কিশোর। শনিবার রাতে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় ঘটনাটি ঘটেছে। খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে পাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত কিশোরের নাম কৃষ্ণ। মোরাদাবাদের মানপুর এলাকায় একটি ভাড়াবাড়িতে মায়ের সঙ্গে থাকত সে। এলাকারই এক স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত ওই কিশোর। কৃষ্ণের মা নিশা পুলিশকে জানিয়েছেন, তিনি একটি পিতলের কারখানায় কাজ করেন। শনিবার বিকেল ৩টের দিকে কাজে বেরোচ্ছিলেন তিনি। বেরোনোর আগে সামান্য কোনও বিষয়ে ছেলেকে বকাঝকা করেন নিশা। এর পর তাকে ঘরে তালাবন্ধ করে বেরিয়ে যান। রাতে বাড়ি ফিরে দেখেন, ঘরের সিলিং থেকে ঝুলছে ছেলের দেহ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরের বাবা সুনীল মদ্যপ ছিলেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বচসার জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। প্রায়ই মদ খেয়ে ঘরে ফিরে স্ত্রী ও ছেলেকে মারধর করতেন সুনীল। বাবার আচরণে প্রায়ই মনমরা হয়ে থাকত কৃষ্ণ। তার মা জানিয়েছেন, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল ওই কিশোর। কোতোয়ালি থানার এসএইচও দেবেন্দ্র সিংহ জানিয়েছেন, কী কারণে ১২ বছরের ওই কিশোর এমন পদক্ষেপ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।