হোটেলে ঘর ভাড়া করে রাতভর বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়! পর দিন সেই হোটেলের ঘর থেকেই মিলল যুবকের দেহ। শনিবার দিল্লিতে ঘটনাটি ঘটেছে। যুবকের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার।
রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব দিল্লির একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম মোহিত গর্গ। জানা গিয়েছে, শুক্রবার বন্ধুদের সঙ্গে ওই হোটেলেই রাতভর পার্টি করছিলেন মোহিত। পর দিন তাঁর দেহ মেলে। কী ভাবে যুবকের মৃত্যু হল, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি, মাদক খাইয়ে মোহিতকে খুন করা হয়েছে।
আরও পড়ুন:
শনিবার সন্ধ্যায় ব্রহ্মপুরীর বাসিন্দা মোহিতকে হোটেলের একটি ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন হোটেলের কর্মীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিজনদের দাবি, যখন মোহিতকে উদ্ধার করা হয়, তত ক্ষণে তাঁর দেহ নীল হয়ে গিয়েছিল। নিহতের বাবা নরেন্দ্র কুমার গর্গ বলেন, ‘‘আমার দৃঢ় বিশ্বাস যে পার্টি চলাকালীন বন্ধুরাই আমার ছেলেকে মাদক খাইয়ে খুন করেছে। তার আগে আমার ছেলে সুস্থই ছিল। ওর কোনও রোগও ছিল না।’’ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।