বিয়ে সকলের জীবনেরই একটা বিশেষ দিন। আর বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে চান অনেকেই। যেমন সম্প্রতি করেছেন লাভলিন ও মনপ্রীত। নিজের বিয়ের অনুষ্ঠানে লাভলিন যে জুতো পরেছিলেন তা নিয়েই এখন আলোচনায় মেতেছে নেটদুনিয়া।
বিয়েতে স্নিকার্স পরা এখন ফ্যাশন দুনিয়ার নতুন ট্রেন্ড। বলিউড অভিনেত্রী সোনম কপূর এই রকম ভঙ্গিতে সেজে এসেছিলেন নেটিজেনদের নজরে। সোনমের দেখানো সেই পথেই হেঁটেছেন সদ্য বিয়ে করা লাভলিন। তবে বিয়ের সময় তাঁর পরনে থাকা স্নিকার্স নিয়েই এখন মশগুল নেটিজেনরা।
বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে সুন্দর কাজ করা নীল রঙের একটি লেহঙ্গা পরেছিলেন লাভলিন। আর পায়ে ছিল সাদা রঙের স্নিকার্স। তবে লাভলিনের ওই স্নিকার্সের বৈশিষ্ট্য হল আলো। নিজের বিয়ের অনুষ্ঠানে ওই স্নিকার্স পরে যখনই এদিক এদিক করছেন লাভলিন তখনই জ্বলে উঠছে স্নিকার্সের এলইডি আলো গুলি।
বিয়ের জন্য অঙ্কিতার ওই ড্রেসের ডিজাইন করেছেন অনিতা দোঙ্গরে নামের এক ডিজাইনার। তিনিই নিজেদের সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন সেই ছবি। তার পরই ভাইরাল হয়েছে সে গুলি।
আরও পড়ুন: সরকারি ইঞ্জিনিয়ারকে ১০০ বার কান ধরে ওঠবোস করালেন বিধায়ক! রিপোর্ট তলব
আরও পড়ুন: মহিলাদের সঙ্গে ‘দুষ্কর্ম’ করতেন সম্রাট আকবর, দাবি বিজেপি নেতার