বিহারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নদীসেতু। জাতীয় সড়কের সঙ্গে সংযোগরক্ষাকারী এই সেতু স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বুধবার সেতুটি ভেঙে পড়ায় স্থানীয়েরা প্রচন্ড সমস্যায় পড়েছেন। এখন কয়েক মিনিটের পথ যেতে অনেক সময় লেগে যাচ্ছে। চার কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে স্থানীয়দের। সমস্যার মুখে পড়ে ক্ষোভ বাড়ছে তাঁদের।
ঘটনাটি সহরসা জেলার পাথরঘাট ব্লকের। সেখানে ছোট একটি নদীর উপর এই সেতুটি ছিল। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভুট্টাবোঝাই একটি ট্র্যাক্টর সেতুতে ওঠার পরই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে সেই সময় সেতুতে অন্য কোনও গাড়ি ছিল না। ফলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব হল বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, সেতুটি ২৫ বছরের পুরনো। স্থানীয়দের অভিযোগ, সেতুটির কোনও মেরামতি বা সংস্কার করা হত না। দীর্ঘ দিন ধরেই অভিযোগ জানানো হচ্ছিল। তার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে যা হওয়ার তা-ই হল। স্থানীয়দের একাংশের দাবি, যে কোনও মুহূর্তে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু জাতীয় সড়কে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ সেতু ছিল এটি। ফলে সেতুর উপর চাপও ছিল যথেষ্ট। ঝুঁকি নিয়ে পারাপার করতে হত স্থানীয়দের। এই প্রথম নয়, বিহারে গত বছরে ১৩ দিনে পর পর ছ’টি সেতু ভেঙে পড়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল।