কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লেন দুই মাওবাদী গেরিলা। পশ্চিম ওড়িশায় মলকানগিরি জেলায় শুক্রবারের ঝটিকা তল্লাশিতে ওই দুই মাওবাদীকে গ্রেফতার হয়েছেন পুলিশ জানিয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার পূর্বঘাট পাহাড়ঘেরা সোদিগুদা এবং তেঁতুলিগুদা গ্রামের অদূরের জঙ্গলে হানা দিয়েছিল বিএসএফ এবং ওড়িশা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনী এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)। সে সময়ই ‘জালে পড়েন’ ওড়িশা-অন্ধ্রপ্রদেশ-ছত্তীসগঢ় সীমানায় সক্রিয় ওই দুই মাওবাদী নেতা।
আরও পড়ুন:
ধৃতদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কাঙ্গেরঘাঁটি এলাকার এরিয়া কমিটির সদস্য (এসিএম) কেসা কাওয়াসি (৩২) এবং অন্ধ্র-ওড়িশা সীমান্তে সক্রিয় মাওবাদী সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র একটি প্লাটুনের সদস্য রাকেশ ওরফে সানু কুঞ্জম (৩০)। প্রসঙ্গত, ২০২৩ সালে বিএসএফের ১৪২ নম্বর ব্যাটেলিয়ন মলকানগিরির গোম্ফাগিরি এবং মেরিগেট্টা-টেকগুড়া অরণ্য লাগোয়া ওই অঞ্চলে মাওবাদীদের বিপুল অস্ত্রভান্ডার উদ্ধার করেছিল।