জম্মুর আখনুরে বিস্ফোরকবোঝাই ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছিল ড্রোনটি। বিএসএফ জওয়ানদের নজরে আসতেই তৎপর হয় তাঁরা।
জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ড্রোন থেকে ৫ কেজি আইইডি উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এই ঘটনার পিছনে লস্কর-ই-তইবা জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। বড়সড় কোনও হামলার পরিকল্পনা ছিল বলে ধারণা তাদের।
জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকেই নজরদারি বাড়ায় বিএসএফ। বসানো হয় ড্রোন প্রতিরোধক ব্যবস্থাও। যদিও সেই ঘটনার পর পর পর বেশ কয়েক বার ড্রোন দেখা গিয়েছিল সীমান্তলাগোয়া জম্মুর আকাশে। কয়েকটিকে গুলি করে নামালেও, কিছু ড্রোন ফের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যায় বলে দাবি বিএসএফের।