উত্তরাখণ্ডের ভীমতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০০ ফুট গভীর খাদে পড়ল যাত্রিবাহী বাস। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত অনেকে।
পুলিশ সূত্রে খবর, নৈনিতাল থেকে ২০ কিলোমিটার দূরে ভীমতালের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে ২৭ জন যাত্রী নিয়ে আলমোড়া থেকে হলদওয়ানির দিকে যাচ্ছিল বাসটি। ভীমতাল থেকে কিছুটা দূরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরই বাসটি যাত্রীদের নিয়ে আছড়ে পড়ে গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। বাকি যাত্রীরা আহত হয়েছেন।
আরও পড়ুন:
বাস দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। ১৫টি অ্যাম্বুল্যান্সও নিয়ে আসা হয় ঘটনাস্থলে। কয়েক জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নৈনিতালের পুলিশ সুপার জগদীশ চন্দ্র জানিয়েছেন, আহতদের প্রথমে ভীমতালের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হলদওয়ানিতে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর।