Advertisement
২৯ এপ্রিল ২০২৪
C-17 Globemaster

লেহ্ বিমানবন্দরের রানওয়েতে বসে গেল বায়ুসেনার সি-১৭-র চাকা! বাতিল সব উড়ান

বায়ুসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকেই লেহ্‌ রানওয়েতে অসামরিক উড়ান স্বাভাবিক হয়ে যাবে।

C-17 Globemaster plane of IAF stuck at Leh runway in Ladakh, several flights cancelled

লাদাখের লেহ্ বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় মাটিতে বসে গেল ভারতীয় বায়ুসেনার ভারী পরিবহণ বিমান জি-১৭ গ্লোবমাস্টারের চাকা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
লেহ্ শেষ আপডেট: ১৬ মে ২০২৩ ২৩:৪৬
Share: Save:

লাদাখের লেহ্ বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় মাটিতে বসে গেল ভারতীয় বায়ুসেনার ভারী পরিবহণ বিমান জি-১৭ গ্লোবমাস্টারের চাকা! মঙ্গলবারের ওই ঘটনার জেরে দিন ভর চিন সীমান্ত ঘেঁষা শহর লেহ্‌র কুশক বকুলা রিম্পোচে বিমানবন্দরে বন্ধ হয়ে গিয়েছিল বিমান ওঠানামার প্রক্রিয়া।

বায়ুসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকেই লেহ্‌ রানওয়েতে অসামরিক উড়ান স্বাভাবিক হয়ে যাবে। প্রসঙ্গত, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, ভিস্তারা-সহ বিভিন্ন বিমান সংস্থা দৈনিক ১০টি শ্রীনগর-লেহ্ং উড়ান পরিচালনা করে। লেহ্‌ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘অনিবার্য পরিস্থিতির কারণে সমস্ত উড়ান মঙ্গলবার বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে।’’

আমেরিকার সংস্থা ম্যাকডোনেল ডগলাসের তৈরি ভারী সামরিক পরিবহণ বিমান জি-১৭ গ্লোবমাস্টার-৩ ভারতীয় বায়ুসেনায় শামিল হয়েছিল ২০১৯ সালে। ছোট রানওয়েতে ওঠানামায় দড় এই বিমান চিন সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকার সেনাঘাঁটিগুলিতে অস্ত্র ও রসদ সরবরাহের কাজে ব্যাবহৃত হয়। পাশাপাশি, দ্রুত সেনা পাঠানোর কাজেও বায়ুসেনার কাজে লাগে এই বিমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE