ট্রাফিক পুলিশ কনস্টেবল বাধা দিতে গিয়েছিলেন। কান দিলেন না গাড়ির চালক। কর্তব্যরত কনস্টেবলকে বনেটে নিয়েই গাড়ি ছোটালেন প্রায় এক কিলোমিটার। পঞ্জাবের লুধিয়ানার ঘটনা। পুলিশ গাড়িটি আটক করে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে।
কনস্টেবলের নাম হরদীপ সিংহ। ১৪ এপ্রিল ওই ঘটনা হয়েছে। লুধিয়ানার মাতারানি চকে কর্তব্যরত অবস্থায় ছিলেন হরদীপ। তখনই গাড়ির চালক ধাক্কা দেন বলে অভিযোগ। তার জেরে আহত হয়েছেন হরদীপ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন মুকল মোতু। পাশে বসেছিলেন তাঁর বন্ধু মনু। মুকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আহত কনস্টেবল জানিয়েছেন, গাড়িটিকে থামতে বলেছিলেন তিনি। কিন্তু গাড়ি না থেমে এগোতেই থাকে। সামনে কনস্টেবল পড়ে গেলেও গাড়ি থামেনি। মুকল ধাক্কা দেওয়ায় তিনি বনেটের উপর পড়েন। তাঁকে টেনে নিয়েই এক কিলোমিটার ছোটে গাড়ি। অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার রমনদীপ সিংহ জানিয়েছেন, এর আগেও অপরাধের মামলা রয়েছে মুকল এবং মনুর বিরুদ্ধে।
Punjab traffic police cop on duty at Mata Rani Chowk in #Ludhiana was dragged by a car rider by sitting on the bonnet of the vehicle. Police seized the vehicle and search is on for the accused. pic.twitter.com/7KX6mq4TwZ
— Nikhil Choudhary (@NikhilCh_) April 14, 2023