দিল্লিতে ফের দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে খুন। রইস আনসারি (৫০) নামে দিল্লির জাফরাবাদ এলাকার ওই ব্যবসায়ীকে বাড়ির সামনেই গুলি করে পালায় দুষ্কৃতীরা। সিসিটিভি-তে ধরা পড়ল সেই ছবি। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর ফের প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।
তদন্তে নেমে এলাকার একটি নজরদারি সিসিটিভির ফুটেজ পেয়েছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে এক জনের সঙ্গে কথা বলছেন রইস। নিজের স্কুটার পরিষ্কার করছিলেন। সেখানে কয়েক জন যুবক আসেন। তাঁরাও প্রথমে কথা বলতে শুরু করেন। সেই ফাঁকে এক জন একটি পিস্তল বার করেন। কিছুক্ষণের মধ্যেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলেন ওই যুবক।
এর পরের দৃশ্য অবশ্য ধরা পড়েনি ক্যামেরায়। তবে ধস্তাধস্তি যে হয়েছে, তা বোঝা যাচ্ছে। পরে ওই আততায়ীরা দৌড়ে পালিয়ে যাচ্ছেন, সেই ছবিও ধরা পড়েছে ওই সিসিটিভি ক্যামরায়। এই সিসিটিভি ফুটেজের সূত্রেই অপরাধীদের সন্ধান চালাচ্ছে পুলিশ।