দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনশুমারির প্রথম দফার সময় এবং সূচি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে কোনও সময় প্রথম দফার কাজ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জনশুমারির প্রথম দফার কাজ টানা এক মাস ধরে চলবে। এ ছাড়াও বিকল্প হিসেবে সরকারি শুমারি শুরু হওয়ার ১৫ দিন আগে নাগরিকদের একটি নিরাপদ ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে স্ব-গণনার সুযোগ থাকবে যেখানে তাঁরা তাঁদের সুবিধামত নিজস্ব তথ্য দিতে পারবেন।
আরও পড়ুন:
২০২১ সালে এই জনশুমারি হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের জন্য তা করা হয়নি। এ বার এই জনশুমারি শুরু হতে চলেছে।