বিমানে চেপে ছত্তীসগঢ় থেকে মুম্বইয়ে এসে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করলেন এক যুবক। মৃত যুবকের নাম লক্ষ্মী চৈত্রম যাদব (২৫)। মঙ্গলবার সকালে মুম্বইয়ের কুরলা রেলস্টেশনের বাইরে একটি সেতুর কাছে গলায় মাফলারের ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, সম্ভবত সেতুর পাশে গলায় মাফলারের ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার কারণে যুবকের মৃত্যু হয়েছে। মৃতের হাতে একটি সুইসাইড নোট গোঁজা ছিল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে লেখা ছিল, লক্ষ্মীর শেষ ইচ্ছা ছিল বিমানে ওঠার। সে কারণেই রবিবার তিনি ছত্তীসগঢ় থেকে বিমানে করে মুম্বইয়ে অবতরণ করেন। এটিই তাঁর প্রথম মুম্বই সফর ছিল বলেও উল্লেখ রয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, কেন ওই যুবক আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার হয়নি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং এই নিয়ে বিশদে তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।