Advertisement
১১ মে ২০২৪
Borewell

কুয়োয় পড়ে গেল ছ’বছরের শিশু, ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় দল, চলছে উদ্ধারকাজ

উত্তরপ্রদেশের হাপুরে কুয়োয় পড়ে গেল ছ’বছরের এক শিশু। কুয়োর মুখ খোলা ছিল বলে দাবি। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

কুয়ো থেকে শিশুকে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

কুয়ো থেকে শিশুকে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছবি টুইটার।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৭:০৮
Share: Save:

কুয়োর মধ্যে পড়ে গেল ৬ বছরের এক শিশু। শুরু হয়েছে উদ্ধারকাজ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়।

পুলিশ সূত্রে খবর, কোতলা সাদত এলাকায় একটি কুয়োয় শিশুটি পড়ে গিয়েছে। উদ্ধারকাজে সাহায্যের জন্য ডাকা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ৪ ফুট গভীর কুয়ো থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কুয়োর মুখটি খোলা ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীদের একাংশের দাবি, এলাকায় জল সরবরাহের জন্য কুয়োটি তৈরি করেছিল সরকার। কিন্তু দীর্ঘ দিন ধরেই কুয়োটিকে কেউ ব্যবহার করেননি। জেলাশাসক মেধা রূপম জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে। কুয়োর মধ্যে অক্সিজেন পাঠানো হয়েছে। কী ভাবে ওই শিশুটি কুয়োয় পড়ে গেল, তা জানা যায়নি।

কুয়োয় শিশু পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। গত বছরের ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের বেটুলে খেলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল ৮ বছরের এক শিশু। ৬৫ ঘণ্টা ধরে উদ্ধারকাজের পর তন্ময় সাহু নামে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Borewell national news police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE