চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ তারিখ ভারতে আসছেন। ভারত-চিন সীমান্তের বকেয়া সমস্যাগুলি নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে আলোচনার মেকানিজ়মে যোগ দিতে আসছেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত নিয়ে বৈঠক করবেন ওয়াং।
চলতি মাসের শেষে এসসিও সম্মেলনে যোগ দিতে চিন যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাৎপর্যপূর্ণ ভাবে এসসিও সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে এ মাসেই মোদী যাবেন জাপান। চিন এবং জাপান, এই দুই যুযুধান দেশকে একই বন্ধনীতে রেখে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জোরালো বার্তা দিতে চাইছেন মোদী, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পরে একই বৈঠকে যোগ দিতে বেজিং যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি চিনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল দং জংয়ের সঙ্গে বৈঠক করেন।
অন্য দিকে, চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝং এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বার্তা দেন, “অশান্ত বিশ্বে ভারত-চিনের একে অপরের সঙ্গে সহযোগিতা ও মুক্ত আলোচনাহওয়া জরুরি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)