কুলারের হাওয়া নিয়ে বর এবং কনের পরিবারের মধ্যে বচসা। সেই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। এমনকি, বরযাত্রী এবং কনেপক্ষ একে অন্যের দিকে চেয়ার ছুড়েছে বলেও অভিযোগ। বিয়ে শেষে থানায় গিয়েছে কনের পরিবার। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ঝাঁসির ঘটনা।
গত ২৮ মে গণেশি রায়কোয়াড়ের কন্যা স্বপ্নার সঙ্গে সোনুর বিয়ের আসর বসেছিল। বিয়ে শেষে বর-কনে বসেছিলেন সাজানো মণ্ডপে। পাশে চলছিল কুলার। অভিযোগ, সেই কুলারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন বরের কয়েক জন আত্মীয়। তাঁদের সরে যেতে বলেন কনের আত্মীয়েরা। তাঁরা তাতে রাজি হননি বলে অভিযোগ। উল্টে বচসাও শুরু করেন।
আরও পড়ুন:
বরপক্ষের লোকজনের অভিযোগ, কনের বাড়ির লোকজনের সঙ্গে স্থানীয়েরাও যোগ দিয়ে তাঁদের মারধর করেন। তাঁদের দিকে চেয়ার ছোড়েন। তখন তাঁরাও পাল্টা চেয়ার ছোড়েন। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তত ক্ষণে যদিও থেমে গিয়েছে গোলযোগ। পরের দিন, ২৯ মে কনে শ্বশুরবাড়ি চলে গেলে থানায় যান তাঁর আত্মীয়েরা। বরের বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।