Advertisement
০২ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

অনাস্থা বিতর্কে মোদীর জবাবি বক্তৃতা। নিয়োগ দুর্নীতি মামলার শুনানি কলকাতা হাই কোর্টে। চন্দ্রযানের অগ্রগতি। কেমন আছেন বুদ্ধদেব?

An image of Narendra Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ০৬:৪১
Share: Save:

অনাস্থা বিতর্কে মোদীর জবাবি বক্তৃতা

বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে বুধবার সারা দিন সরগরম ছিল সংসদ। বক্তৃতা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বাদল অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাবি বক্তৃতা করবেন।

নিয়োগ দুর্নীতি মামলার শুনানি কলকাতা হাই কোর্টে

ভুয়ো নথি ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে সিআইডি তদন্তে অসন্তুষ্ট হাই কোর্ট। সিআইডি ডিআইজি-সহ তদন্তকারী অফিসারদের তলব। আজ সকাল সাড়ে ১০টায় তাঁদের হাই কোর্টে হাজিরা দিতে হবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চন্দ্রযানের অগ্রগতি

ইসরোর চন্দ্রযান-৩ চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে চাঁদের দ্বিতীয় কক্ষপথও নির্বিঘ্নে অতিক্রম করেছে চন্দ্রযান-৩। আর তিন ধাপ পেরোলেই কার্যত চাঁদ ‘হাতে’ পাবে ইসরো! ভারতের গর্বের মহাকাশযানের পরবর্তী অগ্রগতির দিকে নজর থাকবে।

কেমন আছেন বুদ্ধদেব

হাসপাতালে ১২ দিন কাটিয়ে অবশেষে বুধবার বাড়ি ফিরেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে তিনি যে স্বস্তি পেয়েছেন, তা ধরা পড়েছিল তাঁর চোখেমুখে। আপাতত বাড়িতেও বাইপ্যাপ সাপোর্টে রাখা হবে বুদ্ধদেবকে। খাওয়ানো হবে রাইলস টিউবে। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থা কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE