বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন, তা নিয়ে দলে জটিলতা অব্যাহত। শিবরাজ সিংহ চৌহানের পাশাপাশি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরএসএস ঘনিষ্ঠ নেতা মনোহরলাল খট্টরের নাম ফের সভাপতি হিসেবে চর্চায় উঠে এসেছে।
বিজেপির একটি সূত্রের অবশ্য দাবি, ওই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবর্তে অপেক্ষাকৃত নবীন ধর্মেন্দ্র প্রধান কিংবা ভূপেন্দ্র যাদবকে সভাপতি করার পক্ষপাতী ছিলেন বর্তমান বিজেপি শীর্ষ নেতৃত্ব। কিন্তু দু’জনেই অমিত শাহের খুব কাছের লোক বলে পরিচিত। তাতে আপত্তি রয়েছে আরএসএস নেতৃত্বের। কারণ, তারা মনে করেন, ভূপেন্দ্র বা ধর্মেন্দ্র সভাপতি হলে পিছন থেকে দল চালাবেন শাহই। এখনকার মতোই দল নিয়ন্ত্রিত হবে গুজরাত থেকে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওই দু’টি নামে আপত্তি জানিয়েছে আরএসএস।
তৃতীয় বিকল্প হিসেবে নাম উঠে এসেছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের। গত রাতে শাহের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন তিনি। বিজেপির রাজনীতিতে খট্টর আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছের লোক। যা নিয়েও আপত্তি রয়েছে আরএসএসের একাংশের। তবে সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে এই পদ-দৌড়ে এগিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ। তিনিও আরএসএস ঘনিষ্ঠ। গত এক বছরে দিল্লিতে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটিয়েছেন শিবরাজ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)