বিহারের পর এ বার গুজরাতেও ‘ভোট চুরি’র অভিযোগ আনল কংগ্রেস। বিজেপিকে নিশানা করে গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতি অমিত চাভদা দাবি করেছেন, সে রাজ্যের ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক বার নাম থাকার অসংখ্য উদাহরণ মিলছে। ভুয়ো ভোটার আটকাতে ভোটার তালিকা পুরো সংশোধনের দাবি তোলেন তিনি।
গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতি চাভদা আজ দাবি করেছেন, ‘এক ব্যক্তির অনেক ভোট’ সে রাজ্যের ভোটার তালিকার একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে নবসারি লোকসভা কেন্দ্রের উদাহরণ সামনে নিয়ে এসেছেন তিনি। এই কেন্দ্রটি থেকেই জয়ী হয়েছেন গুজরাতের প্রদেশ বিজেপির সভাপতি ও নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী সিআর পাটিল। চাভদার দাবি, নবসারি কেন্দ্রের ৬ লক্ষ ৯ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪০% খতিয়ে দেখেছেন তারা। দেখা গিয়েছে, তার মধ্যে ৪০%, অর্থাৎ প্রায় ৩০ হাজার ভুয়ো বা সন্দেহজনক ভোটার রয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, একটি কেন্দ্রেরই যদি এমন অবস্থা হয়, তা হলে গোটা রাজ্যের তালিকায় কী হয়ে রয়েছে, তা বোঝাই যাচ্ছে। কংগ্রেস নেতার অভিযোগ, একই ব্যক্তির নাম বারবার ভোটার তালিকায় রয়েছে। কখনও নামের অক্ষরে সামান্য বদলে দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে, একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড রয়েছে। এমনকি, ঠিকানা বদল করেও ভুয়ো ভোটার রাখা হয়েছে তালিকায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)